নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জে শীর্ষ তিন স্থানই চুয়েটের দখলে

০৯ অক্টোবর ২০২৫, ০৩:০২ PM
চুয়েট লোগো

চুয়েট লোগো © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫’-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বে শীর্ষ তিনটি স্থানই দখল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নিয়ে চুয়েটের তিনটি দল যথাক্রমে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চুয়েটের টিম এক্সভিশনারিস, প্রথম রানারআপ হয় চুয়েট মঙ্গলচারী’ এবং দ্বিতীয় রানারআপ হয় মিটিওর গার্ডিয়ান। এসব দল মহাকাশ, পরিবেশ রক্ষা, সৌরমণ্ডল ও মঙ্গলগ্রহ অভিযানের মতো বৈজ্ঞানিক বিষয়ে বিভিন্ন সমস্যার যুক্তিসংগত ও টেকসই সমাধান তুলে ধরে বিচারকদের মন জয় করে নেয়। প্রতিযোগীদের ভাষ্য মতে, আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে বিশ্ব পর্বের জন্য চূড়ান্ত দল বাছাই করবে নাসা।

চ্যাম্পিয়ন টিম ‘এক্সভিশনারিস’-এর সদস্যরা হলেন—জান্নাতুল নাঈম ইসমি (দলনেতা ও ভিডিও এডিটর), শাওলী বোস (রিসার্চার), প্রিয়া দেব (রিসার্চার), মো. হাবিবুল্লাহ গালিব (UI/UX ডিজাইনার) ও আসিফ হাসান (ওয়েব ডেভেলপার)। টিম লিডার জান্নাতুল নাঈম ইসমি বলেন, "টিম গঠন থেকে শুরু করে প্রজেক্ট জমাদান পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই ছিল রোলারকোস্টারের মতো। সেমিস্টারের ব্যস্ততা আর পূজার ছুটির মধ্যেও আমরা সফলভাবে প্রজেক্ট জমা দিতে পেরেছি। দলের বোঝাপড়া আর সুসমন্বয়ই ছিল জয়ের মূল চাবিকাঠি।"

প্রথম রানারআপ টিম ‘চুয়েট মঙ্গলচারী’র নেতৃত্ব দেন শাফকাত নাওয়াজ চৌধুরী। তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান, সাদাত হোসেন রনি, সাইফুল্লাহ সাইমুন, আবরার আহনাফ করিম ও আহমাদ সাফওয়ান সামি। শাফকাত নাওয়াজ বলেন, ‘এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শেখা গেছে। নাসার ওপেন সোর্স ডেটা কীভাবে গেমিফিকেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়, আমরা সেটিই করেছি।’

দ্বিতীয় রানারআপ ‘মিটিওর গার্ডিয়ান’ দলের সদস্যরা হলেন—ওয়ারিসা রাবায়েত (দলনেতা ও ভিডিও এডিটর), কাজি নাবিলা রাইসা (গবেষক), দীপান্নিতা পল অর্ণি (গবেষক) ও কৃষ্ণেন্দু বড়ুয়া (ওয়েব ডেভেলপার)।

উল্লেখ্য, নাসার এই ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর সমাধান খোঁজার একটি প্ল্যাটফর্ম, যা এ বছর ১০ম বারের মতো অনুষ্ঠিত হলো। বৈশ্বিক পর্যায়ে নির্বাচিত দলগুলোর জন্য থাকবে যুক্তরাষ্ট্রে নাসার সদরদপ্তর পরিদর্শনের সুযোগসহ বিশেষ সম্মাননা।

 

 

 

 

 

 

 

 

 

 

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9