চুয়েটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ইন্টিগ্রেশন বি ২০২৫’

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
চুয়েটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গণিতভিত্তিক প্রতিযোগিতা ইন্টিগ্রেশন বি ২০২৫

চুয়েটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গণিতভিত্তিক প্রতিযোগিতা ইন্টিগ্রেশন বি ২০২৫ © টিডিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবীন শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গণিতভিত্তিক প্রতিযোগিতা ইন্টিগ্রেশন বি ২০২৫। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার প্রথম পর্ব। এক ঘণ্টা ধরে চলা এ প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

প্রতিযোগিতার প্রথম পর্বে উপদেষ্টা ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক সেলিম হোসেন। উক্ত আয়োজনের দায়িত্বে ছিলেন ২২ ব্যাচের শিক্ষার্থীরা। প্রধান আয়োজকের দায়িত্ব পালন করেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মাহমুদ হাসান এবং একই বিভাগের আজিম ইমতিয়াজ ও রোমেল আল সাদি।

চুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী আবরার মোহাম্মদ তৌফিক অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘ক্লাস-ল্যাবের মধ্যেই আমাদের প্রায় সময় চলে যায়। ইন্টিগ্রেশন বি এর মতো আয়োজন আমাদের একঘেয়ে জীবনে নতুনত্ব নিয়ে এসেছে। সেই সঙ্গে অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সঙ্গেও মেলবন্ধনের সুযোগ সৃষ্টি হয়েছে।’

একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তুর চৌধুরী জানান, আগে এ ধরনের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি। এই প্রথম এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। সামনে আশা করি এ ধরনের আরও ইভেন্টের আয়োজন করা হবে।

আয়োজকদের মধ্য থেকে আজিম ইমতিয়াজ বলেন, ‘জুনিয়রদের একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতেই ২য় বারের মতো ‘‘চুয়েট ইন্টিগ্রেশন বি ২০২৫’’ আয়োজন করা হয়েছে, যেখানে তারা ইতিবাচক ও গঠনমূলক প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে। শিক্ষকদের দিকনির্দেশনা ও সবার সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী ব্যাচের জন্যেও এই কম্পিটিশনের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। প্রথম রাউন্ডের ফলাফল ৩-৪ দিনের মধ্যে প্রকাশ হবে এবং আগামী সপ্তাহে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, প্রথম পর্ব থেকে নির্বাচিত ১৬ জন শিক্ষার্থী দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সম্ভাব্য তারিখ আগামী ২০ সেপ্টেম্বর। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

ট্যাগ: চুয়েট
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবি পাঁচ শিক্ষার্থী ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9