পাবিপ্রবিতে ছিনতাই, অভিযুক্তদের একজন বিএনপি নেতার ছেলে

পাবিপ্রবি ক্যাম্পাস ও লোগো
পাবিপ্রবি ক্যাম্পাস ও লোগো  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ১৬তম ব্যাচের ৬ শিক্ষার্থী আতাইকুলায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ ঘটনায় সাঁথিয়া উপজেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ইইসিই বিভাগের ১৬তম ব্যাচের আহনাফ, গালিব, লিরিক, আসিফসহ আরো দুইজন নারী শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ করেন, বেড়ানোর উদ্দেশ্যে আতাইকুলা এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় ভয়ভীতি প্রদর্শন করে তারা  চারটি মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অভিযানকালে ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোনের মধ্যে দুটি উদ্ধার করে পুলিশ পরবর্তীতে বাকি দুইটি ফোন ও উদ্ধার করা হয়। 

সূত্রে জানা যায়, এ ঘটনায় সাঁথিয়া উপজেলা বিএনপি নেতা ইসমাইল ভুঁইয়ার ছেলে জুবায়েরের নাম উঠে এসেছে। বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দিতে থানায় দফায় দফায় বৈঠক হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আতাইকুলায় উপস্থিত হন পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইইসিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেনসহ আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হন।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী। আমরা এখানে ঘুরতে আসছি। স্থানীয় কিছু টুকাই ছেলে ফোন মানিব্যাগ সহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক আমরা বিভাগের বড় ভাই মুজাহিদ হোসেন কে জানাই পরবর্তীতে তারা আসেন এবং থানায় আমরা জিডি করি। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। জব্দকৃত মোটরসাইকেল থানায় হেফাজতে রয়েছে এবং তদন্তের স্বার্থে সবদিক যাচাই করা হচ্ছে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘আমরা তাৎক্ষণিক থানায় যাই। তখনই দুটি ফোন উদ্ধার করা হয় কিন্তু বাকি দুটি ফোন তখন ও পাওয়া যাচ্ছিল না। এ কারণে আমরা এতক্ষন অপেক্ষা করে শিক্ষার্থীদের ফোন মানিব্যাগ উদ্ধার করি।’


সর্বশেষ সংবাদ