গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভাঙচুর ও বিজয় দিবস হলে বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে। এর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে বলেন, গতকাল কালারফেস্ট প্রোগ্রামে চেয়ারে বসা নিয়ে প্রথমে ঝামেলা শুরু হয়। প্রক্টর স্যার আমাদের বের করে দিলে আমরা বিজয় দিবস হলের দিকে চলে আসি। এ সময় তারা হলে এসে আমাদের ওপর হামলা করে এবং কয়েকজনকে আহত করে। প্রক্টর স্যার আমাদের সাথেই ছিলেন। 

তারা আরও বলেন, এমনকি শিক্ষকদের ওপরও হামলা চালানো হয়েছে। পরে তারা আমাদের বিভাগে এসে জিনিসপত্র ভাঙচুর করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।


সর্বশেষ সংবাদ