প্রথমবারের মতো হিট প্রকল্প পেল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৯ জুলাই ২০২৫, ১০:২২ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৭:৪৬ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

‎প্রথমবারের মতো হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের (হিট প্রজেক্ট) আওতায় সরকারি অর্থায়নে গবেষণাধর্মী প্রকল্প পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এ প্রকল্পের অধীনে পাবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগে গবেষণা ও শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

‎বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের মূল লক্ষ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর সাধন। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রমকে আরও বেশি উৎসাহিত ও গতিশীল করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে।

‎প্রসঙ্গত, হিট প্রকল্পে বাংলাদেশ সরকার অনুদান এবং বিশ্বব্যাংক ঋণ সহায়তা দিচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউজিসি। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কাজ চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৩৩ কোটি ৪৬ লাখ টাকা বাংলাদেশ সরকার এবং ১ হাজার ৯৮৩ কোটি ১১ লাখ টাকা বিশ্ব ব্যাংক বহন করবে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত...তারিখে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করেন পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা। গবেষণা প্রকল্পের শিরোনাম ‘Rooppur Nuclear Power Plant: Transforming Innovation, Employment, Growth and Sustainability for Northern Bangladesh in Achieving SDGs’ ‎(রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: উত্তরের বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উদ্ভাবন, কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও স্থায়িত্বের রূপান্তর) ‎প্রকল্প কোড: ১৩৪৩৯।

‎এ প্রকল্পে ড. মাসুদ রানার পাশাপাশি আরও তিনজন গবেষক সহকারী হিসেবে কাজ করছেন, তারা হলেন ‎ব্যবসায় প্রশাসন বিভাগের ড. কামাল হোসেন, ড. রেবেকা সুলতানা রেখা এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের এস এম শাহিদুল আলম।

‎পাবিপ্রবির এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত বাজেট  প্রায় এক কোটি টাকা।

‎এই প্রকল্পের অনুমোদনের খবরে পাবিপ্রবির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই অর্জন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

‎‎এ বিষয়ে ড. মাসুদ রানা বলেন, ‘হিট প্রকল্প হলো উচ্চশিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ। প্রাথমিকভাবে পাবিপ্রবি থেকে মোট ৮টি প্রকল্প জমা পড়লেও শেষ পর্যন্ত আমার প্রকল্পটি চূড়ান্ত করা হয়। পরে চূড়ান্তভাবে সারা দেশের ১১১টি প্রকল্পের মধ্যে থেকে পাবিপ্রবির একটি প্রকল্প নির্বাচিত হয়, যেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম হিট প্রকল্প। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।’

হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবি ক্যাম্পাসে প্রায় ১৫০০ কম্বল বিতরণ শিবিরের
  • ১০ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের শীতবস্ত…
  • ১০ জানুয়ারি ২০২৬
টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ১০৯ মন ছুরি মাছ, বিক্রি ১০ লাখে
  • ১০ জানুয়ারি ২০২৬
ছাত্রদলে যোগ দিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9