গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের পরীক্ষামূলক যাত্রা শুরু

২৮ জুলাই ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:১৬ PM
ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর

ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল (গোবিপ্রবি) নতুন ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে এই নতুন ওয়েবসাইট চালু করা হয়।

সোমবার (২৮ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

উদ্বোধনের পর ওয়েবসাইটে সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করার জন্য প্রত্যেক শিক্ষককে একটি করে ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়। এতে করে শিক্ষকরা নিজেদের তথ্যসহ বিভাগীয় তথ্য হালনাগাদ করতে পারবেন এবং শিক্ষার্থীরাও দ্রুততম সময়ে প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘একটি আধুনিক ও কার্যকর ওয়েবসাইট একটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও অগ্রগতির প্রতীক। আমরা চাই এই ওয়েবসাইটটি আমাদের প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক কার্যক্রমে প্রযুক্তিনির্ভরতা আরও বাড়াবে এবং অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে আমাদের দৃশ্যমানতা বাড়াবে।’

উল্লেখ্য, নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি, একাডেমিক ক্যালেন্ডার, ফলাফল, গবেষণা সংক্রান্ত তথ্যসহ নানা সেবা সহজেই পাওয়া যাবে। এটি শিক্ষার্থীদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি অভিভাবক ও গবেষকদের জন্যও তথ্যপ্রাপ্তির একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে।

গোবিপ্রবি প্রশাসনের এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা স্বাগত জানান এবং ওয়েবসাইটের কার্যকারিতা আরও বাড়াতে নিয়মিত হালনাগাদ ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9