শিক্ষক সমিতির বাইরে গিয়ে কুয়েট শিক্ষকের ক্লাস শুরুর ঘোষণা
- কুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০১:১৯ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ সেশন জটের সম্মুখীন হয়েছে। শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম শুরুর ব্যাপারে কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও আগামীকাল থেকে ক্লাসে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইউআরপি বিভাগ আগামী রবিবার থেকে ক্লাস শুরু করতে যাচ্ছে বলে শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, তারা সাবেক ভিসি ড. মুহাম্মাদ মাছুদকে অপসারণের পর থেকেই ক্লাস শুরুর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়েছে।ডিপার্টমেন্টেগুলোতে শিক্ষকদেরকে ক্লাস শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষকবৃন্দ ক্লাস শুরুর ব্যাপারে সবসময় আন্তরিক থাকলেও শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বন্ধের দাবিতেই অটল থেকেছে।
এদিকে আজ ১৬ জুলাই শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগীয় এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকবৃন্দ শিক্ষক সমিতির সাথে বৈঠক করলেও একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষক সমিতি কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ইতিমধ্যে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইউআরপি বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে এবং শিক্ষকদের থেকে পজিটিভ রেসপন্স পাওয়া গেছে বলে জানিয়েছে একাধিক শিক্ষার্থী।
অন্যদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান নিজের ফেসবুকে ওয়ালে লিখেছেন, আগামীকাল থেকে আমি ক্লাসে যাব।শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
এমতাবস্থায় কুয়েট পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।