গোবিপ্রবিতে ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, বিভাগে তালা শিক্ষার্থীদের

০৮ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ PM
প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন

প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন © টিডিসি ফটো

ডিপার্টমেন্টকে স্বতন্ত্র ফ্যাকাল্টিতে উন্নীতকরণ, দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিভাগ সংস্কারসহ ৫ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে নিজ বিভাগে তালা দিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা নিম্নোক্ত ৫ দফা দাবি তুলে ধরেন— অতি দ্রুত ডিপার্টমেন্টকে স্বতন্ত্র ফ্যাকাল্টিতে উন্নীতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে; বিভিসি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফ্যাকাল্টির মানদণ্ড অনুযায়ী যথাযথ শিক্ষক নিয়োগ দিতে হবে (ফ্যাকাল্টির আওতাধীন ১২টি ডিপার্টমেন্টের জন্য কমপক্ষে ২৪ জন শিক্ষক নিয়োগ); টিচিং হসপিটাল যথাযথ অবস্থানে এবং প্রাসঙ্গিক অবকাঠামোসহ দ্রুত চালু করতে হবে এবং সেখানে সার্বক্ষণিক একজন ভেটেরিনারি সার্জনকে দায়িত্ব পালন করতে হবে; ল্যাব ফ্যাসিলিটি উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে; বিভিসি’র মানদণ্ড অনুযায়ী দৃশ্যমান ফার্ম (পোলট্রি, ডেইরি ও গোট) তৈরি করতে হবে এবং পঞ্চম বর্ষের ফলাফল প্রদানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে।

উল্লিখিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ৪ দফা কর্মসূচি পালনের ঘোষণা দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রাথমিকভাবে আমরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি; সকল ক্লাসরুম তালাবদ্ধ থাকবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে আমাদের বিভাগীয় অফিস রুম এবং চেয়ারম্যান রুমেও তালা দেওয়া হবে। যতদিন পর্যন্ত বিভাগের দৃশ্যমান উন্নয়ন ও লিখিত রোডম্যাপ দেওয়া না হবে, ততদিন পর্যন্ত প্রশাসনিক দপ্তরে অবস্থান কর্মসূচি চলবে এবং আমাদের আন্দোলন আরও কঠোরতর হয়ে আমরণ অনশনেও রূপ নিতে পারে।

তারা আরও বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই— যদি এই আন্দোলনের প্রেক্ষিতে এএসভিএম বিভাগের কোনো শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়, তবে এর সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।

ভক্ত-সমর্থকদের সুখবর দিল চট্টগ্রাম রয়্যালস
  • ১৪ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলন স্থগিত করতে অনুরোধ করেছিলেন চরমোনাই পীর!
  • ১৪ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় গ্রামবাসীর উদ্যোগে ৬ রাস্তার সংস্কারকাজ শুরু
  • ১৪ জানুয়ারি ২০২৬
গুলির ঘটনা নাহিদ ইসলামের অফিসে নয় 
  • ১৪ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্ট…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সরকারি হলো আরও একটি স্কুল
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9