নিরাপত্তাহীনতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পবিপ্রবি
পবিপ্রবি   © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে মেইন গেট না থাকায় শিক্ষার্থীরা পড়েছেন নিরাপত্তাহীনতায়। সন্ধ্যা নামতেই বাইরের পথচারী, এমনকি বখাটে লোকজনের আনাগোনা বেড়ে যায় ক্যাম্পাস চত্বরে। কারা প্রবেশ করছে, কারা বের হচ্ছে—তা তদারকির মতো কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাই নেই।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। রয়েছে দুটি আবাসিক হল, একটি ছেলেদের, অন্যটি মেয়েদের। আবাসিক শিক্ষার্থীদের মতে, মেইন গেটের অনুপস্থিতি তাদের নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়ে তুলছে। বিশেষত, রাতের সময় বহিরাগতদের চলাফেরা উদ্বেগজনকভাবে বেড়ে যায়।

ডিভিএম ২০তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইমুন হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বরিশাল ক্যাম্পাস প্রধান ফটকবিহীন অবস্থায় রয়েছে। রাত গভীর হলেই স্থানীয়দের অবাধ বিচরণ শুরু হয়। মাদকসেবনরত অবস্থায় বহিরাগতদের প্রায়ই দেখা যায়। দেশের নানা প্রান্ত থেকে আসা সহপাঠীরা এই পরিস্থিতিতে ভীত ও চিন্তিত। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি নান্দনিক প্রধান ফটক নির্মাণ করা হোক।’

শিক্ষার্থীরা বলছেন, গেট নির্মাণের দাবি জানানো হয়েছে বহুবার। কিন্তু প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দাবি যেন আটকে আছে ফাইলচাপা আর আশ্বাসের গড্ডলিকায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘ভিসি স্যার বরিশাল ক্যাম্পাসের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছেন। গেট নির্মাণে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধাপে ধাপে সমস্যা সমাধানে কাজ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মেইন গেটের নকশা করা হয়েছে এবং ইতোমধ্যে টেন্ডারও সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে গেটের দু’পাশে ১৪০ ফিট বাউন্ডারি নির্মাণ করা হবে। এটিও টেন্ডার হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে।’

প্রসঙ্গত, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে যান চলাচলের সুবিধার্থে ২০২৪ সালের অক্টোবর মাসে পুরনো মেইন গেটটি ভেঙে ফেলা হয়। এর পর থেকেই শিক্ষার্থীরা গেটহীন অবস্থায় রয়েছেন, বাড়ছে উদ্বেগ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence