মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্যের যোগদান

নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন
নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন  © টিডিসি ফটো

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৭ মে) সদ্য সাবেক উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী নতুন উপচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। এসময় নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। 

রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন পেশাগত জীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স এবং বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার ও ওশান ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।

তিনি ১৯৯৯ সালে মেরিন একাডেমিতে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে চিফ মেরিন ইঞ্জিনিয়ার, শিপইয়ার্ডের পরিচালক এবং এমআইএসটি-তে ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ (ম্যাটেরিয়াল) হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে কর্মরত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। স্বল্প সময়ে রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি কমানোসহ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও প্রশাসনিক বিভিন্ন কাজে অগ্রগতি হয়েছে।

নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমে গতি ও প্রশাসনিক স্থিতিশীলতা অর্জনের প্রত্যাশা করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাঝে আশা জেগেছে, নতুন উপাচার্যের অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি একটি উন্নত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence