হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবের আমেজ
- রিয়া মোদক, হাবিপ্রবি
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ৫, ৬ ও ৭ মে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় অংশ নিতে আগেই আসতে শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
এবার গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে সরে এসে হাবিপ্রবি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে নানামুখী উদ্যোগ। প্রতিটি ভবনের সামনে ছাউনি ও বসার ব্যবস্থা করা হয়েছে, রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থাও। সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।
ভর্তিপরীক্ষা ঘিরে ক্যাম্পাসের মূল ফটকগুলোতে বসেছে ভাসমান দোকান। এসব দোকানে খাবার, পানীয়সহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন, ভর্তি মৌসুমে তাদের বিক্রি তুলনামূলকভাবে ভালো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, “আসন্ন ভর্তি পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুত। নীতিনির্ধারকরা সজাগ রয়েছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ও প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে ভর্তিচ্ছুদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
ঢাকা থেকে আগত এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, “পরিচিত এক আত্মীয়ের বাসায় উঠেছি। দুদিন আগেই এসেছি। আজ পরীক্ষার হলে ঘুরে দেখতে এলাম। হাবিপ্রবির পরিবেশ খুবই চমৎকার লেগেছে।”