শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে শোকজ

২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
শাবিপ্রবি ছাত্রদল

শাবিপ্রবি ছাত্রদল © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাইম সরকার কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

জানা যায়, শাবিপ্রবি ক্যাম্পাস দলীয় ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি  জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা, গত ৮ এপ্রিল  ও ২০ এপ্রিল ক্যাম্পাসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানববন্ধন ও র‍্যালি করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির শাবিপ্রবি শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে তাদেরকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল তাদের দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এর জন্য তাদেরকে এ নোটিশ দেয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।'

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর দলীয় রাজনৈতিক  ব্যানারে সকল ধরনের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিস…
  • ২২ জানুয়ারি ২০২৬