তিন দফা দাবিতে আন্দোলনে হাবিপ্রবিতে প্রভাষকরা

তিন দফা দাবিতে প্রভাষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
তিন দফা দাবিতে প্রভাষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি   © টিডিসি ফটো

তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ। রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে সমবেত হয়ে প্রভাষকরা তাঁদের দাবি উত্থাপন করেন।

প্রভাষকদের দাবিগুলো হলো-১. নারী প্রভাষকসহ সকল প্রভাষকদের সঙ্গে দুর্ব্যবহার ও মিথ্যাচারের জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ২. আগামী ১৫ মে’র মধ্যে প্রমোশন বোর্ড গঠন করে দ্রুত পদোন্নতি দিতে হবে। ৩. ডিউ ডেট থেকে আর্থিক সুবিধা (এরিয়ার অর্থ) প্রদান করতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া এক প্রভাষক বলেন, ‘আজ আমরা ভিসি স্যারের কাছে আমাদের প্রমোশনের আপডেট নিতে গিয়েছিলাম। পূর্বে জানানো হয়েছিল, ২৪ এপ্রিলের মধ্যে প্রমোশনের প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিন্তু আজ আপডেট জানতে গেলে প্রথমে আমাদের বাধা দেওয়া হয়, উপাচার্যের কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। পরে প্রবেশের অনুমতি পেলেও আমাদের কথা শোনার পরিবর্তে রূঢ় আচরণ করা হয়। এ ধরনের আচরণ কখনোই শিক্ষকদের প্রতি কাম্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে যোগ দেন। নিয়ম অনুযায়ী, যোগদানের দুই বছর পর, অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরেই তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেন। তবে বোর্ড গঠন না হওয়ায় পাঁচ মাস ধরে তাদের প্রমোশন আটকে আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদেরও পদোন্নতি দীর্ঘদিন ধরে ঝুলে আছে বলে জানা গেছে।

প্রভাষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence