কুয়েটের শিক্ষার্থীরা তাদের সবটুকু দিয়ে সেই কথা রাখল: আবরার ফাইয়াজ

২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০১ PM
কুয়েট উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের উল্লাস ও আবরার ফাইয়াজ (ইনসেটে)

কুয়েট উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের উল্লাস ও আবরার ফাইয়াজ (ইনসেটে) © সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ভাই ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাইয়াজ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতিমুক্ত ক্যাম্পাসে কুয়েটের শিক্ষার্থীরা তাদের সবটুকু দিয়ে কথা রাখল।

কুয়েটের ভিসি মাসুদের পতন হয়েছে উল্লেখ করে আবরার ফাইয়াজ ফেসবুকে লেখেন, ‘সম্মান বাঁচাতে পদত্যাগ বলে চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু এই ঘটনাকে পদত্যাগ বলার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ৫ আগস্টের পরে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই নিজেদের রাজনীতিমুক্ত ঘোষণা করেছিল। কিন্তু হাতেগোনা কয়েকটা বাদে কেউই সেই অবস্থান ধরে রাখতে পারেনি। কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা তাদের সবটুকু দিয়ে সেই কথা রাখল।

আরো পড়ুন: কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত সরকারের

ভবিষ্যতে বাংলাদেশের ক্যাম্পাসগুলো নিরাপদ করতে কুয়েটের এই আন্দোলনে বিজয়ী হওয়ার কোনো বিকল্প ছিল না উল্লেখ করে আবরার ফাইয়াজ বলেন, কুয়েট পথ দেখিয়ে দিলো সবাইকে। আশা করি, আমাদের রাজনৈতিক দলগুলো এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষাকে দেশের স্বার্থেই সম্মান জানাবে। অভিনন্দন কুয়েট, Now take rest, my brothers. ইনকিলাব জিন্দাবাদ।

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬
অনিয়মের অভিযোগ, এসএসসি পরীক্ষার ২০ কেন্দ্র বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ
  • ২২ জানুয়ারি ২০২৬
সরকারে গেলে রাসুল (সা.) ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনা…
  • ২২ জানুয়ারি ২০২৬