কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে রাতেও অনশন চালিয়ে যাবে শাবিপ্রবির তিন শিক্ষার্থী

শাবিপ্রবি অনশন করা তিন শিক্ষার্থী
শাবিপ্রবি অনশন করা তিন শিক্ষার্থী  © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে অনড় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থী। রাতেও অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরি সামনে অনশন শুরু করেছেন তারা।

অনশনরত তিন শিক্ষার্থী হলেন- ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পলাশ বখতিয়ার, গণিত বিভাগের হাফিজুল ইসলাম ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের রাশেদ আবরার ।

এর আগে গতকাল রাত সাড়ে দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। 

এ বিষয়ে হাফিজুল ইসলাম বলেন, ‘কুয়েটের ভিসি ক্যাম্পাসের শৃঙ্খলা এবং শিক্ষার মান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এবং সিন্ডিকেট সভায় বলছেন তিনি পদত্যাগ করবেন না। এটা স্বৈরাচারী মনোভাব। অনশনের একদিন পার হয়ে গেলেও এখনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা মনে করি, শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। দাবি আজকের মধ্যে মানা হোক। না হলে  সারাদেশ অচল করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ভিসি পদত্যাগ না করবে, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাবো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence