ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান রাবিপ্রবি ভিসির

“নো ওয়ার্ক, নো স্কুল” কর্মসূচি
“নো ওয়ার্ক, নো স্কুল” কর্মসূচি  © টিডিসি ফটো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী “নো ওয়ার্ক, নো স্কুল” কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১১টা ১৫ মিনিটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে ভিসি বলেন, “১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনের জনগণ ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে আসছে। সাম্প্রতিক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ মানবতাবিরোধী। নারী ও শিশুরা অমানবিক পরিস্থিতির মুখে পড়েছে। আমরা চাই—মানবতার পক্ষে বিশ্ববাসী সোচ্চার হোক, ফিলিস্তিনে শান্তি ফিরে আসুক।”

তিনি আরও বলেন, “ইউরোপ, আমেরিকা, ওআইসি কিংবা জাতিসংঘের কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। আমরা আহ্বান জানাই, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো যেন দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে এই হত্যাযজ্ঞ বন্ধ করে।”

অন্যদিকে, একই দাবিতে রাবিপ্রবির শিক্ষার্থীরাও কোনো ক্লাস, ল্যাব কিংবা পরীক্ষায় অংশ নেননি। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান ভিসি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence