থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন পবিপ্রবির ২৮ শিক্ষার্থী
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ১০:৪৩ AM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিসিপ্লিনের ২৮ শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে (Mahasarakham University) আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।
মহাসারাখাম বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদটি প্রশংসিত এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণ পরিবেশ প্রদান করে।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে পবিপ্রবির ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যা দুটি গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপ (গ্রুপ A) ১৭ মার্চ ইন্টার্নশিপ শুরু করেছে। তারা ২৭ মার্চ পর্যন্ত করবে। দ্বিতীয় গ্রুপ (গ্রুপ B) ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেবে।
ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে।
শিক্ষার্থীরা এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য, রেজিস্ট্রার এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুপ্রেরণা ও সহায়তাই এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সহায়ক হয়েছে।
ডিভিএম ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান বলেন, ‘আমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পথ সুগম করবে না, বরং এটি জুনিয়র শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিনিয়রদের এই অর্জন দেখেই জুনিয়ররা নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে আরও উন্নত করার জন্য উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্নকে আরও জোরালোভাবে ধারণ করবে।’
জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা এই অর্জনকে অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।