শিক্ষা উপদেষ্টার সঙ্গে মেরিটাইম ইউনিভার্সিটি উপাচার্যের সাক্ষাৎ

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিএমইউ উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিএমইউ উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী  © টিডিসি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (১৭ মার্চ) এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সাম্প্রতিক দাবি এবং চট্টগ্রামের হামিদচরে স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

উপাচার্য আশরাফুল হক চৌধুরী শিক্ষা উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিষয়ে অবহিত করেন।

আরও পড়ুন: ইউজিসি কর্মকর্তাদের কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, দেখা করতে হবে উন্মুক্ত স্থানে

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে হামিদচরে স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে তার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

তিনি বলেন, দেশের সমুদ্র খাতের টেকসই উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি গঠন, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence