‘ছাত্রদলের সমর্থন না করলে সমস্যায় পড়বি’

শাকিল আহমেদ ও সাখাওয়াত হোসেন জিকু
শাকিল আহমেদ ও সাখাওয়াত হোসেন জিকু  © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক গণস্বাক্ষর নেওয়া ও রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক আহ্বায়ক শাকিল আহমেদ ও আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন জিকুর বিরুদ্ধে। পাশাপাশি এক শিক্ষার্থীকে ‘ছাত্রদলের সমর্থন না করলে সমস্যায় পড়বি’ বলে হুমকি ও মামলার ভয় দেখানো হয়।  

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কমিটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক গণস্বাক্ষর নেওয়া ও রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্য করছেন শাখা ছাত্রদলের নেতারা।  

জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্রদলের সদস্য সাখাওয়াত হোসেন জিকু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ধরে জোরপূর্বক গণস্বাক্ষর গ্রহণ করে। এ সময়ে তার বন্ধু তুহিন হোসেন স্বাক্ষরে রাজি না হলে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ হল ছাড়া ও মামলার হুমকি দেওয়া হয়।

আরো পড়ুন: ভাড়া ভবনে ভিসির কক্ষ সাজাতে ব্যয় ২০ লাখ টাকা

অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সমাজকর্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে আরেক অভিযুক্ত ও ছাত্রদল সদস্য সাখাওয়াত হোসেন জিকু এবং ভুক্তভোগী শিক্ষার্থী তুহিন হোসেন একই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী তুহিন বলেন, ‘বন্ধু জিকু আমাকে রাজনীতি সাপোর্ট করার জন্য একটি কাগজে স্বাক্ষর চায়। কিন্তু আমি তাতে রাজি না হলে সে শাকিল ভাইকে বলে। এরপর গতকাল ভাই (শাখা ছাত্রদলের আহ্বায়ক) আমাকে বলে ‘তুই নাকি রাজনীতি চাস না তাহলে ছাত্রলীগে কীভাবে ছিলি’। 

তখন আমি উনাকে বলি, আমার পারিবারিক সমস্যার কারণে হলে থাকতে বাধ্য হয়েছি। হলে থাকার জন্য আমাকে ছাত্রলীগে নাম দিতে বাধ্য করেছে। তবে আমি এমন ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। তখন ভাই (শাখা ছাত্রদলের আহ্বায়ক) বলেন ‘ছাত্ররাজনীতি চাস না মানে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রলীগে তোর নাম আছে।’ এ ছাড়াও বন্ধু জিকুও আমাকে মামলার হুমকি দেয়। 

আরো পড়ুন: ভাড়া বাসে ঝুঁকি নিয়ে চলাচল ইবি শিক্ষার্থীদের, নিজস্ব বাহনে বৈষম্য

এ বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ বলেন, ‘বিষয়টি সাবধান করেছি, হুমকি না। তুহিনকে বলেছি, তুই হলে থাকিস এবং এখনো ছাত্রলীগ কর্মী এটা সবাই জানলে সমস্যার মধ্যে পড়বি। আর সে ছাত্রলীগ কর্মী হয়ে কীভাবে রাজনীতি নিষিদ্ধ চায়?।’

উল্লেখ্য, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence