জেল থেকে আবরার হত্যার খুনি পালানোর ঘটনায় মধ্যরাতে বুয়েটে বিক্ষোভ

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা

বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির জেল থেকে পালানোর ঘটনায় বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় বুয়েট শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।  মিছিল থেকে তারা দ্রুত বিচার কার্যকর ও পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।  জেল পলাতক মুনতাসির আল জেমিসহ তিন আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেল পলায়নের দায় এড়াতে পারে না। এ ঘটনায় কোনো গড়িমসি হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে মুনতাসির আল জেমি কারাগার থেকে পলাতক রয়েছেন। তবে ছয় মাস পর বিষয়টি জানানো হলো বলে অভিযোগ তার।

প্রসঙ্গত, আসামির নাম-ঠিকানা হচ্ছে— মুনতাসির আল জেমি, পিতা- আব্দুল মজিদ, মাতা- জোসনা বেগম, ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

ট্যাগ: বুয়েট
প্রাথমিকের ভাইভায় যেসব কাগজপত্র লাগবে, জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফুলবাড়ীয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিপিএল ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভারত আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়: মেজর হাফিজ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাচালানির মালামাল জব্দ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬