ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
দেশব্যাপী চলমান ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী সদর হাসপাতাল মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
সালাউদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে আমাদের মা-বোনেরা সম্পূর্ণ নিরাপদে, নির্ভয়ে চলাফেরা করতে পারবে। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও অপমান যেন সমাজে কোনোভাবেই স্থান না পায়। যারা নারীদের প্রতি সহিংস আচরণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সাইদুর রহমান নামের অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের এই কর্মসূচি আপাতদৃষ্টিতে ক্ষুদ্র ও অকার্যকর মনে হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই আন্দোলন সামাজিকভাবে মানুষকে সচেতন করে তুলবে এবং প্রমাণ করবে যে দেশ এখনো নষ্টদের দখলে যায়নি। আমরা যদি দেশের প্রতিটি প্রান্ত থেকে নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলি, তবে অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা সহজ হবে। আমাদের মা-বোনেরা তখন আর নিজেদের একা মনে করবে না। আমি চাই, আমার নিজের বোন, মা, ও মেয়েদের জন্য এমন একটি দেশ গড়ে তুলতে, যেখানে তারা নিরাপদ থাকবে। সেই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি।
সাদিয়া সুলতানা নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা শুধু স্লোগান দিয়ে চুপ করে থাকব না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।