আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আসুটেক্স

আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আসুটেক্স
আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আসুটেক্স  © টিডিসি ফটো

বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জি.এম.এ.জি. ওসমানী হল মাঠে অনুষ্ঠিত আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আরকোমা এফসিকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আসুটেক্স।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) দুপুর ৩টায় খেলা আরম্ভ হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি.... মো. জুলহাস উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর কালারটেক্সের মো. হাবিবুর রহমান, আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারসহ অনেক খ্যাতিনামা ব্যক্তি বর্গ। টসে জিতে আসুটেক্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ব্যাট করতে নেমে আসুটেক্স ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে স্কোর বোর্ডে ১৪৭ রান জড়ো করে। দলের হয়ে অপু খান সর্বোচ্চ ৫১ রান করেন। রান তাড়া করতে নেমে আরকোমা এফসি নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয়।

টুর্নামেন্টের সেরা উইকেট কিপার নির্বাচিত হয়েছেন আরকোমা এফসির সাকিব, সর্বোচ্চ উইকেট শিকার করেন আরকোমা এফসির মো. নাহিদ ইকবাল, সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন আসুটেক্সের তওসিফ, টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন আরকোমা এফসির ফজলে রাব্বী, ম্যান আব দা ফাইনাল নির্বাচিত হয়েছেন অপু খান। টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছে
পুলকা সুপারহিরোসের খেলোয়াড়রা।

খেলা শেষে  অংশগ্রহণকারী ৯টি দলকে, দুইজন অনফিল্ড আম্পায়ার ও আমন্ত্রিত অতিথিদের পুরস্কৃত করা হয়। অতঃপর নির্দিষ্ট ক্যাটাগরিতে নির্বাচিত খেলোয়াড়দের পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence