ভাষা শহীদদের স্মরণে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি © টিডিসি

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটি শ্রদ্ধা নিবেদন করে। 

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবিসাস এর উপদেষ্টা প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সাংবাদিক সমিতির সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ, সহসভাপতি রিয়া রানী মোদক, প্রচার সম্পাদক মো. তালহা হাসানসহ সমিতির অন্যান্য সদস্যরা।

আজকের দিনে ভাষা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো.  গোলাম ফাহিমুল্লাহ বলেন, ‘১৯৫২ সালের এই ঐতিহাসিক দিনে সালাম,বরকত, রফিক, জব্বার ও আমাদের অকুতোভয় শহিদরা রক্ত ঝরিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়। আমাদের সব ক্ষেত্রে মাতৃভাষার।’

তিনি আরও বলেন, ‘একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব কেবল সংবাদ প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং শুদ্ধ ও সঠিক ভাষার ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার সৌন্দর্য ও বিশুদ্ধতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে ভাষার বিকৃতি ও অপব্যবহার রোধ করা যায়।’

১৯৫২ সালের এ দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬