কুয়েট উপাচার্যকে লাঞ্ছনা গ্রহণযোগ্য নয়: বুয়েট উপাচার্য

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান

ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বুয়েটের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বুয়েট উপাচার্য বলেন, কোনো অজুহাতে একজন শিক্ষককে লাঞ্চিত করা বা শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক ঘটে যাওয়া সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং অবিলম্বে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি আশা করি বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষই আলোচনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করবে। আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি ও তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এর আগে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সেদিন রাতে উত্তেজিত শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসকে অবরুদ্ধ করে ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিলেন।

জবাবে তিনি বলেন, আমার কোনো ব্যর্থতা নেই। আমি কেন পদত্যাগ করব? এমন মারামারি টুকটাক হয়েই থাকে। এ বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে হেনস্তা করেন এবং একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ড. মুহাম্মদ মাছুদ। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬