কুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল জড়িত থাকলেও আজীবন বহিষ্কার করা হবে: ভিসি

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) লোগো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) লোগো © টিডিসি সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় জড়িতরা যেকোনো রাজনৈতিক দলের সদস্য প্রমাণিত হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী অথবা স্টাফ যদি রাজনীতির সাথে জড়িত হয় তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে।

এ বিষয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু করলে কি শাস্তি হবে তা নির্ধারণ ছিল না। এখন আমার স্টাফ থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী যারাই রাজনীতি করবে তাদের কে ক্যাম্পাস থেকে বহিস্কার করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

উপাচার্য বলেন, হামলার ঘটনায় যারা অভিযুক্ত আছে সে ছাত্রদল না, শুধু যেকোনো রাজনৈতিক দলের হোক তাকে আজীবন বহিস্কার করা হবে।

তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে একাধিকার বলেছি আমার ছাত্রদের ওপর হামলা করা হচ্ছে আপনারা ক্যাম্পাসে আসেন। কিন্তু তারা বাহিরে থেকে জানায় আমরা আসতেছি। তারা ক্যাম্পাসের ভিতর আসতে কেন দেরি করলো আমি তা বুঝতেছি না।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬