বসন্তের আবাহনে হাবিপ্রবিতে দিনভর নানা উৎসব

  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অর্ক সাংস্কৃতিক জোটের উদ্যেগে 'বসন্তবরণ উৎসব ১৪৩১' পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ উৎসব পালিত হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামুল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। 

বসন্তবরণ উৎসব উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে স্টল দেন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীরা। এসব স্টলে বিক্রি করা হয় শিক্ষার্থীদের তৈরি করা কেক, মিষ্টি, পিঠাসহ নানারকম মুখরোচক খাবার। শিক্ষার্থীদের নিজেদের তৈরি করা নানারকম গয়নাসহ ঘর সাজানোর শৌখিন জিনিসও বিক্রি করতে দেখা যায় অনেককে। অনুষ্ঠানে স্টল দেয়া কৃষি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সাথী বসাক বলেন, আজকে এই বসন্ত উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই স্টল দিয়েছে। উৎসবে শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দেখাচ্ছে। আমরা একটি ব্যাতিক্রমধর্মী স্টল দিয়েছি। বসন্ত উৎসব উপলক্ষে আমরা চিঠি লেখার আয়োজন করেছি। যে কেউ তাঁর শুভাকাঙ্ক্ষীকে আমাদের মাধ্যমে তার চিঠি পৌঁছে দিতে পারবেন। এ আয়োজনেও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। 

বসন্ত উৎসব আয়োজনের বিষয়ে অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি ইমাম মেহেদী মহান বলেন, বরাবরের মতোই বসন্তের আগমনকে সামনে রেখে আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি। এ আয়োজনে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানাই। সুস্থ সংস্কৃতির এমন ধারা সুন্দর ক্যাম্পাস বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

অনুষ্ঠানে স্টলের পাশাপাশি সন্ধ্যায় টিএসসি প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence