বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট লাঘবে সাঁকো নির্মাণ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
লেকপাড় থেকে খালের উপর সাঁকো নির্মাণ কাজ শুরু

লেকপাড় থেকে খালের উপর সাঁকো নির্মাণ কাজ শুরু © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চর পাথালিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে লেকপাড় থেকে খালের উপর সাঁকো নির্মাণ কাজ শুরু করা হয়েছে। প্রক্টর অফিসের উদ্যোগে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সাঁকো নির্মাণ কাজ শুরু করা হয়।  

জানা যায়, চর পাথালিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান সমস্যা ছিল খাল পার হওয়া। যেখানে বর্ষা মৌসুমে খাল পার হতে বেগ পোহাতে হতো। শিক্ষার্থীরা তাদের এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য প্রশাসনের এই উদ্যোগ। 

সাঁকো নির্মাণ শুরু প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবানন্দ কুমার পাল বলেন,‘চরপাথালিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে একটি মানসম্মত সাঁকো নির্মাণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ছিল। পূর্বে একটি দায়সারা বাঁশের সাঁকো নির্মাণ করলেও ওই সাঁকো দিয়ে যাওয়া বিপজ্জনক ছিল। তবে সিমেন্টের সেতু করলে আরও ভালো হত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি একটি ভালো উদ্যোগ।’

বশেমুরবিপ্রবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন,‘কিছু দিন পূর্বে কয়েকজন শিক্ষার্থী চর পাথালিয়া যাওয়ার সাঁকো পুনর্নির্মাণ দাবি জানান। শিক্ষার্থীদের বক্তব্য শুনে আমি এবং মাননীয় উপাচার্য স্যার সহ কয়েকজন পুরাতন সাঁকো দেখতে যাই। উপাচার্য স্যার পুরাতন সাঁকো দেখে নতুন করে সাঁকো নির্মাণের জন্য নির্দেশনা দেন। স্যারের নির্দেশনায় আমরা সাঁকো নির্মাণের কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তার অংশ হিসেবে সাঁকোর কাছে আমরা একজন গার্ড দিব। যেন কেউ মোটর সাইকেল নিয়ে সাঁকোর উপরে না উঠে এবং বহিরাগতরা অবাধে প্রবেশ করতে না পারে।’

দেশের কোনো জেলাই মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬