শাবিপ্রবিতে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত

কোরআন অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা
কোরআন অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ইনকিলাব ফোরাম’-এর উদ্যোগে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ছেলেদের ও ‘এ’ বিল্ডিংয়ের গ্যালারি রুমে মেয়েদের এ অলিম্পিায়াড অনুষ্ঠিত হয়।

কোরআন অলিম্পিয়াডে ৩৫৪ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন বলে জানান ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম। এর মধ্যে ছেলে ২২৩ জন ছেলে ও ১৩১ জন মেয়ে। গত ১৯ ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। রেজিস্ট্রেশন চলে ৯ জানুয়ারি পর্যন্ত।

কোরআন অলিম্পিয়াডে অংশে নিয়ে মাজেদা সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি এরকম কোনো আয়োজন দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয়ে সবসময় অপসংস্কৃতির চর্চাটা বেশি হয়। মানুষের মূল্যবোধ ও নৈতিকতা শেখার জন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইনকিলাব ফোরামকে ধন্যবাদ জানাই এ রকম সুন্দর একটি আয়োজন করার জন্য।’

আরও পড়ুন: রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে দাবি আদায়, অনুসন্ধান কমিটি গঠন

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোনেম শাহরিয়ার রেদোয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমরা উচ্চশিক্ষা ডিগ্রি অর্জন করে বেরিয়ে যাই অথচ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অনেকে জানি না বা বোঝার চেষ্টাও করি না। এই কোরআন অলিম্পিয়াডে অংশগ্রহণের ফলে কয়েক দিন ভালোভাবে কোরআন ও তাফসির গ্রন্থ পড়ার ও জানার সুযোগ হয়েছে। তাই এ রকম প্রোগ্রাম আরও চাই।’

ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতিচর্চার লক্ষ্য আমরা প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াডের আয়োজন করেছি। এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অনেক সাড়া ফেলেছে। আমরা চেষ্টা করব, ভবিষ্যতে আরও কিছু আয়োজন করার।’


সর্বশেষ সংবাদ