রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ 

০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
নবীনদের মাঝে কোরআন বিতরণ

নবীনদের মাঝে কোরআন বিতরণ © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কোরআনের দারস শেষে নবীনদের কোরআন বিতরণ করেছে ইসলামিক সোসাইটি অব রুয়েট। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনের দারস শেষে নবীনদের কোরআন, সিরাত গ্রন্থ, দোয়ার বই, দাওয়াহ সামগ্রী উপহার দেওয়া হয়।   

এছাড়াও ইসলামিক সোসাইটি অব রুয়েট কর্তৃক আয়োজিত সিরাহ কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয়। সিরাহ কনটেস্টে  প্রথম স্থান অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাউহিদুল ইসলাম ফাহিম।

কোরআনের দারস প্রদান করেন নুরুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি কুরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি বলেছেন, কুরআনের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক গড়তে হলে প্রথমেই কুরআনের আজমত (মহানত্ব) ও মর্যাদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 

তিনি আরও বলেন, রাসুল (সা.) আমাদের জন্য কুরআনের সাথে সম্পর্ক স্থাপনের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি চারটি পদ্ধতিতে কাজ করতেন। কোরআন তেলাওয়াত করে, তার সৌন্দর্য হৃদয়ে পৌঁছে দিতেন; আল্লাহর কালামের  গভীর অর্থ বুঝাতে কোরআন শিক্ষা দিতেন; হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতেন, যা আমাদের জীবন পরিচালনা করার জন্য অপরিহার্য; কুরআনের মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করতেন, যাতে তারা শিরক, পাপ, এবং নৈতিক দুর্বলতা থেকে মুক্ত হতে পারে।

তাই, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত জরুরী। কুরআনের মহত্ত্ব উপলব্ধি করা, তার শিক্ষায় নিজেকে আলোকিত করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মুসলিম হয়ে ওঠা আমাদের ঈমানের অপরিহার্য অংশ। 

দারস অনুষ্ঠানে আরও আলোচনা করেন ড. ইমতিয়াজ আহমেদসহ প্রমুখ। 

দারসুল কুরআনে আরও উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, মানবিক বিভাগের প্রধান অধ্যাপক আবু বকর সিদ্দিক, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  হাসান সরকার। 

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬