রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে বনরুপায় সড়ক অবরোধ

০৬ জানুয়ারি ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুত উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাঙামাটি সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ সময় ধরের ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। ভিসি নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বনরুপা বাজারে প্রবেশমুখে তারা এ অবস্থান নিয়েছেন। এ সময় তারা ভিসি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরের ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে।

Rangamati

ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টা ভিসি নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অপু বলেন, ‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।’

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেন।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬