৫ মাসেও গঠিত হয়নি হাবিপ্রবির রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল 

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
হাবিপ্রবির প্রশাসনিক ভবন

হাবিপ্রবির প্রশাসনিক ভবন © সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এখনো গঠন করা হয়নি রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে দেখা দিচ্ছে স্থবিরতা ও জটিলতা।

আওয়ামী লীগ সরকারের অধীনে দায়িত্ব পালন করা উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাসহ প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ পদ থেকে একাধিক শিক্ষক পদত্যাগের পর সেই পদগুলোয় নতুন নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগের মাধ্যমে উপ-উপাচার্য পদও যুক্ত করা হয়েছে। তবে কোষাধ্যক্ষের পদ এখনো শূন্য রয়েছে, যা রিজেন্ট বোর্ড গঠনে অন্যতম বাধা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিজেন্ট বোর্ড গঠনের জন্য উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ ২৫ জন সদস্য প্রয়োজন। এর মধ্যে স্থানীয় একজন এবং অন্য জেলার একজন সংসদ সদস্য থাকতে হবে। তবে বর্তমান সংসদ না থাকায় এই দুটি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন: হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আইকিউএসি’র

অন্যদিকে একাডেমিক কাউন্সিল গঠনের জন্য সদস্য মনোনয়নের কাজ চলছে বলে জানা গেছে। এই কাউন্সিলে উপাচার্য, উপ-উপাচার্য, অনুষদীয় ডীন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন। 

বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানরা জানিয়েছেন, দাপ্তরিক কাজে স্থবিরতা দূর করতে দ্রুততম সময়ের মধ্যে রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল গঠন জরুরি।

নেত্রকোনায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
ওয়াশরুমের কথা বলে পালালেন পুলিশ পাহারায় থাকা চিকিৎসাধীন আসা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬