মুহতাসিম হত্যার বিচার দাবিতে বুয়েটে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সহপাঠী হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সহপাঠী হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)  বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত ও একই ব্যাচের দুই শিক্ষার্থী অমিত সাহা ও মেহেদী হাসান আহতের ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২১ ডিসেম্বর) সকালে  ক্যাম্পাসের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, বিচার চাই বিচার চাই’, ‘আমার ভাই  মরলো কেন, জবাব চাই জবাব দাও’, ‘মদ্যপ চালকের শাস্তি চাই, আমার ভাইয়ের ন্যায়বিচার চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন।

এ ঘটনায় তারা আনুষ্ঠানিকভাবে পাঁচটি দাবি জানিয়েছেন। দাবি গুলো হচ্ছে: 

১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।

৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।

৪. তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 

৫. সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বুয়েটের মূল ফটক থেকে শুরু হয়। এরপর পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বুয়েটের ৬ নং গেট দিয়ে ঢুকে পুনরায় বুয়েটের মূল ফটকে এসে শেষ হয়।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬