বুটেক্সে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

বিজয়ী দল ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
বিজয়ী দল ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ  © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘বুটেক্স স্পোর্টস ক্লাব’ আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে বিজয়ী হয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ। নির্ধারিত ১০ ওভারের ইনিংসে তারা ৬ উইকেটে মোট ১৪৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন রিফাত আরমান হৃদয়।

বিজয়ের লক্ষ্যে দুর্দান্ত ওপেনিং এর মাধ্যমে ব্যাটিং শুরু করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। ৮ উইকেট হাতে রেখেই বিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় পুরো টুর্নামেন্টে জুড়ে অপরাজেয় থাকা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন মিসকাত ইসলাম। ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হন মিসকাত ইসলাম এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের গৌরব অর্জন করেন রিফাত আরমান হৃদয়।

ম্যাচ শেষে বুটেক্স স্পোর্টস ক্লাবের হেড অব দ্যা ক্রিকেট রাব্বি হোসেন রনি তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন কাজ ছিল। এছাড়া খেলোয়াড়দের ব্যবস্থাপনাও কষ্টসাধ্য ছিল। তবে সকলের সহযোগিতায় আমরা সফল ভাবে সবকিছু শেষ করতে পেরেছি।

ম্যাচটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। তিনি তার বক্তব্যে অল্প বাজেটে এমন আয়োজনের জন্য বুটেক্স স্পোর্টস ক্লাবের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো খেলাধুলার আয়োজনে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি মো. আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, এটাই হয়ত বুটেক্স স্পোর্টস ক্লাবের বর্তমানে দায়িত্বরতদের মাধ্যমে আয়োজিত শেষ টুর্নামেন্ট। আমাদের অনেক ভুলত্রুটি ও অপূর্ণতা থাকতে পারে। তবে আমি আশা করছি যারা পরবর্তীতে দায়িত্বে আসবে তারা আরো ভালো কাজ করবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে বুটেক্সের দশ ডিপার্টমেন্ট থেকে দশটি দল অংশগ্রহণ করে। বুটেক্সের কেন্দ্রীয় মাঠের সংস্কার কার্যক্রম চলমান থাকায় এবারের টুর্নামেন্টটি কেন্দ্রীয় মাঠের পরিবর্তে বুটেক্সের জিএমএজি ওসমানী হলের মাঠে অনুষ্ঠিত হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence