হামলার প্রতিবাদে রুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ PM
রাজশাহী পদ্মা আবাসিক-সংলগ্ন হজোর মোড়ে দোকানির সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে রুয়েট শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
গতকালের হামলার প্রতিবাদে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশ নেন রুয়েট শিক্ষার্থীরা। রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হয়ে ভদ্রা মোড়ে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ অবস্থায় যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ বিল্লাহ রিফাত গতকালের ঘটনা বর্ণনা করে ক্ষোভ প্রকাশ করেন এবং হামলায় দোষীদের বিচারের পাশাপাশি রুয়েট ক্যাম্পাস ও এর আশপাশে স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাল বুয়েট
এরপর যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম শিক্ষার্থীদের পক্ষে ৫ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো-
১. হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হামলার নেপথ্যের পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে।
২. রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র,মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। মোন্নাফের মোর সহ রুয়েট এর আশপাশে উপরোক্ত সমস্যার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
৩. রুয়েট ও এর আশেপাশের এলাকাগুলোর চুরি, ছিনতাইকারী মুক্ত করতে হবে।
৪. চুরি যাওয়া মালামাল ফেরত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
৫. রুয়েটের অভ্যন্তরে (টং,সেন্ট্রাল ফিল্ড সহ অন্যান্য জায়গায়) বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
আরও পড়ুন: বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে: সংস্কার কমিশন
উল্লেখ্য, গত সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৬ জন গুরুতর আহত ও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তৎক্ষণাৎ পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং রুয়েট প্রশাসন বাদী হয়ে ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা মামলা করে।