বশেমুরবিপ্রবিতে সিগারেট নিয়ে ছাত্রদলের হাতাহাতি

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা
ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা  © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস উদযাপন শেষে খাবার বিতরণকালে সিগারেট নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলগেটের কাছে লিপুস ক্যান্টিনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২ টায় বিজয় দিবসের র‍্যালি শেষে লিপুস ক্যান্টিনে ১ প্যাকেট সিগারেট, কোক এবং কেক দেওয়ার সময়  শাহজাহান নামে এক ছাত্রদল কর্মী অতিরিক্ত সিগারেটের প্যাকেট নেন। এতে ছাত্রদল কর্মী শফিক শাহজাহানকে গালি দেয়। এতে তাদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হবে যায়। এক পর্যায়ে শফিক গ্রুপ শাহজাহানকে লাঠি দিয়ে আক্রমণ করে। পরবর্তীতে শাহজাহানের পক্ষে গালিব গ্রুপের সাথে শফিক গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হতে দেখা যায়। 

শফিক বলেন, নিজেদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। এখন সব মিটমাট হয়ে গেছে। অন্যদিকে শাহজাহান দাবি করেন, সংঘর্ষ নয়, শুধু কথাকাটাকাটি হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। 

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশে এমন ঘটনা শিক্ষার্থীদের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সংঘর্ষের প্রকৃত কারণ নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থীরা। 


সর্বশেষ সংবাদ