শাবিপ্রবিতে লাগামহীনভাবে বাড়ছে ভর্তি ও সেমিস্টার ফি 

০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লাগামহীনভাবে বাড়ছে ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি। বিগত তিন বছরের ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি’র তথ্য অনুসন্ধান করলে দেখা যায় পূর্বের তুলনায় সবকিছুই দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। 

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি ও ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা। এক বছরের ব্যবধানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলেও তা কমানোর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন প্রশাসন। এর পরের বছর আরও ২ হাজার ২৫০ টাকা বাড়িয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি নেওয়া হয় ১৭ হাজার ২৫০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৮ হাজার টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

একইভাবে তিন বছরের ব্যবধানে সেমিস্টার ফি ও ক্রেডিট ফি’ও বাড়ানো হয়েছে কয়েকগুণ। ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভাগের উন্নয়ন ফি ছিল ৩ হাজার টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নেওয়া হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। ২ বছরে এত টাকা ফি বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরাও। 

ভর্তি ফি’র পাশাপাশি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে সেমিস্টার ফি ও ক্রেডিট ফি। ২০২২ সালে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সেমিস্টার ফি ছিল ২ হাজার ৪৩০ টাকা। সেখানে ২ বছরের ব্যবধানে ২০২৪ সালে সেমিস্টার ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৪৫ টাকা। ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত তত্ত্বীয় প্রতি ক্রেডিটের মূল্য ছিল ১০৫ টাকা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রতি তত্ত্বীয় ক্রেডিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক প্রতি ক্রেডিটের মূল্য ছিল ১৬০ টাকা। সেটি যথাক্রমে বৃদ্ধি করে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর এরকম লাগামহীন সেমিস্টার ফি ও ক্রেডিট ফি বৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। 

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা বেশিরভাগই গরীব ঘরের সন্তান। বাড়ি থেকে টাকা নিয়ে চলার মত অবস্থা তাদের অনেকের নেই। এমতাবস্থায় সেমিস্টার ফি-এর ক্রমাগত ঊর্ধ্বগতি যেন মরার উপর খাড়ার ঘা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল শিক্ষার্থীদের কথা চিন্তা করে সেমিস্টার ফি সহনীয় পর্যায়ে নিয়ে আসা। কিন্তু বিশ্ববিদ্যালয় ফি বাড়িয়ে রীতিমতো শিক্ষার্থীদের সাথে প্রহসন করছে ৷ আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকল ধরনের ফি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হোক।’ 

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী সুমন বলেন, আমাদের কাছ থেকে কিছু অযৌক্তিক খাতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারমধ্যে অনেকগুলোর সেবা আমরা পাচ্ছি না। প্রশাসনের উচিত খাতগুলো কমিয়ে প্রয়োজনীয় খাতগুলোতেও প্রয়োজনের অতিরিক্ত টাকা না নেয়া। শিক্ষার্থীদের জন্য তাদের সামর্থ্যের ভেতরে ফি নির্ধারণ করে এই বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাচ্ছি।’

ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জাবের বলেন, ‘২০২২ সালে সেমিস্টার ফি ছিলো ২ হাজার ৪০০ টাকা। সেখানে ২ বছরের ব্যবধানে ফি বাড়িয়ে ৩ হাজার ৩৪৫ টাকা নেওয়া হচ্ছে। এটা শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। অল্প সময়ে এত এত টাকা বৃদ্ধি কোনোভাবেই কাম্য না।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি বলেছিলাম ফি যৌক্তিক পর্যায়ে রাখার জন্য। তবুও আমরা আবার বসে দেখবো ফি কমানো যায় কি না।’

চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9