শাবিপ্রবি ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক সই

০৬ নভেম্বর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পেট্রোবাংলার সঙ্গে সমঝোতায় স্বাক্ষর করছেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন

পেট্রোবাংলার সঙ্গে সমঝোতায় স্বাক্ষর করছেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন © টিডিসি

শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্য সরকারি মালিকানাধীন জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় শাবিপ্রবি ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের  বিভাগীয় প্রধান  অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বিভাগের শিক্ষক অধ্যাপক ড.  মো. সাইফুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেদ্র নাথ সরকার, প্রশাসন শাখার মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন ও রিজার্ভার অ্যান্ড ডাটা  ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মেহেরুল ।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

সমঝোতা স্মারকটির উদ্দেশ্য হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান,  প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিমিয়ের মাধ্যমে উভয় পক্ষ লাভবান হওয়া। উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা উন্নয়ন, যৌথভাবে সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি অয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণালব্দ জ্ঞান  শিল্প কারখানার বাস্তবিক কাজে ব্যবহার করা। অনুরূপভাবে শিল্প প্রতিষ্ঠানের  বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের পুস্তকের জ্ঞানের সাথে সমন্বয় সাধন করা।

উল্লেখ্য, পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি। এটি বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন ও বাজারজাতকরণের কাজ করে। এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬