যবিপ্রবি ছাত্রীর গায়ে হাত, কর্মচারীকে সাময়িক বহিষ্কার

০৫ নভেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
প্রক্টর অফিসে শিক্ষার্থীরা

প্রক্টর অফিসে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস-মনিরামপুরগামী বিশ্ববিদ্যালয়ের বাসে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি এঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানা যায়, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গতকাল সোমবার (৪ নভেম্বর) অভিযুক্ত মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের ছাত্রীর পিছনের সিটে বসে জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা ঐ ছাত্রীর সহপাঠীরা জানলে পরের দিন আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মনিরামপুগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান তারা। 

এ সময় তার সহপাঠী শিক্ষার্থীরা তাকে (মনিরুজ্জামান) চড় থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত মনিরুজ্জামান এর আগে অনেকের সাথেই এরকম অশালীন কার্যকলাপ করেছে বলে জানায় বিক্ষোভরতরা। 

ঘটনার একপর্যায়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত  গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও এঘটনায় অভিযুক্ত ঐ কর্মচারীর মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬