বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শাবিপ্রবি

০৩ নভেম্বর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী © টিডিসি

উৎসবমুখর পরিবেশ আর নানা  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

রবিবার (৩ নভেম্বর ) দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এ সময় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন: তারেক রহমানের মামলা প্রত্যাহার চান শাবিপ্রবির সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা

সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটায় 'বি', 'সি' ইউনিট অর্থাৎ মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম এবং নবীন শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্য ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে জন্য প্রক্টরিয়াল নীতিমালা ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সম্পর্কেও ধারণা দেওয়া হয়। 

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কাজে লাগিয়ে সামনের দিকো এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, পড়ালেখা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না। এমনকি সিগারেট না খেতেও নির্দেশনা দেন শিক্ষার্থীদের।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘এখন থেকে তোমাদের তিন ধরনের ডিসিপ্লিন মেনে গ্রাজুয়েশন শেষ করতে হবে। এগুলো হলো- একাডেমিক ডিসিপ্লিন, আর্থিক ডিসিপ্লিন ও প্রক্টরিয়াল ডিসিপ্লিন।’ এসব নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষার্থীদের চলতে ও যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুলাই বিপ্লবে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘টিলাবেষ্টিত সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণা মঙ্গল হোক। বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞানচর্চার জায়গা। সেই মুক্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে যেরকম মানুষ দরকার আমরা সে রকম মানুষ তৈরি করতে চাই।’

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬