রুয়েটে সাইবার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:০৮ PM
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (অক্টোবর) উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের সভাকক্ষে সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সাইবার বুলিং, সাইবার নিরাপত্তা সংক্রান্ত জনমত গঠন, প্রচার প্রচারণা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সাইবার সিকিউরিটি-বিষয়ক বিভিন্ন প্রশ্নেরও জাবাব দেওয়া হয়।
সেমিনারে প্রধান অতিথি রুয়েট উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, সাইবার নিরাপত্তা আইনের সঠিকভাবে প্রয়োগের পাশাপাশি অপপ্রয়োগ রোধে কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কাজে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান পিলার স্মার্ট নাগরিক তৈরি করলে বাকি পিলারগুলো বাস্তবায়ন সহজতর হবে বলে জানান তিনি। এ ছাড়া বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আইসিটির উপযুক্ত ব্যবহার এবং সাইবার জগতে সময় কমিয়ে লেখাপড়া ও এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি এ সময় দেওয়ার নির্দেশনা দেন। পরিশেষে তিনি সাইবার অপরাধে ভূক্তভোগী ব্যক্তিদের জন্য সমবেদনা ব্যক্ত করেন এবং সবাইকে সাইবার অপরাধ থেকে দূরে থাকার পরামর্শ দেন।
আরও পড়ুন: পারিবারিক কারণ দেখিয়ে রুয়েট ভিসির পদত্যাগ
সেমিনারের সভাপতিত্ব করেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড রবিউল ইসলাম সরকার। তিনি সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতন থাকার উপদেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং বিশ্বাস করার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিকস কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ আলি। তিনি বলেন, সম্প্রতি তার সহকর্মী সাইবার প্রতারণার শিকার হন। এক অজ্ঞাতনামা প্রতারক কর্তৃক বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ব্যক্ত করেন।
সম্পূর্ণ সেমিনারটি সঞ্চালনা করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় অ্যাম্বাসেডর জুনায়েদ আহমেদ এবং দর্শক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।