মাভাবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে নতুন ৮ মুখ
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ৮টি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্তরা পদের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম, কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক পদে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু জুবাইর, আলেমা খাতুন ভাসানী হলে প্রভোস্ট পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা, বিএনসিসির প্লাটুন কমান্ডার পদে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গাফ্ফার খান
এছাড়াও, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, আইসিটি সেলের পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সহকারী প্রক্টর পদে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহনাজ আব্বাসী বাধনকে নিয়োগ দেয়া হয়েছে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বাকি ফাঁকা থাকা পদগুলোতেও দ্রুত নিয়োগ দেয়া হবে।