পবিপ্রবি ক্যাম্পাসে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যা পালিত 

পবিপ্রবি ক্যাম্পাসে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যা পালিত 
পবিপ্রবি ক্যাম্পাসে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যা পালিত   © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবি (সা) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালি ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত পবিপ্রবির টিএসসি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কাওয়ালি ও নাশিদ সন্ধ্যার আয়োজন হয়।

কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মুখরিত করে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা,পটুয়াখালীর রুহামা শিল্পী গোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

আরও পড়ুনঃ স্থানীয়দের চাঁদাবাজি ও হত্যার হুমকি, অনুপস্থিত পবিপ্রবির চিকিৎসক

এসময় কাওয়ালির ঝঙ্কারে পুরো মুক্তমঞ্চ আন্দোলিত হয়। দর্শকদেরও সুরে আচ্ছন্ন হয়ে মাথা ঝাকানোতে তাল তুলতে দেখা যায়। কাওয়ালি সংগীত উপভোগ করতে মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভিড় জমায়। তারা উৎফুল্ল এবং আনন্দের সঙ্গে কাওয়ালি উপভোগ করেন।


সর্বশেষ সংবাদ