বন্যার্তদের জন্য একদিনের বেতন প্রদান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষকদের

বন্যার্তদের জন্য একদিনের বেতন প্রদান বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষকদের
বন্যার্তদের জন্য একদিনের বেতন প্রদান বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষকদের  © ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সভায় সভারত কর্তৃক গভীর রাতে নদীর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বন্যার্তদের সহযোগিতায় বিডিইউ শিক্ষক সমিতির সকল শিক্ষকের একদিনের সমপরিমাণ বেতন অনুদান হিসেবে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: নগদের দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

পাশাপাশি সকল সচেতন নাগরিককে বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে বন্যার্তদের সাহায্যে কার্যকরভাবে এগিয়ে আসার অনুরোধও করছে শিক্ষক সমিতি।

টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে চার জেলায় সর্বশেষ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence