মেরিটাইম ইউনিভার্সিটি উপাচার্যকে অব্যাহতি

  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার প্রেষণাদেশ প্রত্যাহার করা হয়েছে। এরপর বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুধবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

২০২৩ সালের ১৯ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে প্রেষণে নিয়োগ পান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এর পূর্বে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির দায়িত্ব নেয়ার পর থেকে তিনি বেশ কিছু প্রশংসনীয় ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নেন। এছাড়াও তার নেতৃত্বে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছিলো। 

সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের ফলে দেশের সামরিক বাহিনীর বিভিন্ন উচ্চ পদে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। এরই অংশ হিসেবে তাকে নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন। তবে কে হচ্ছেন পরবর্তী উপাচার্য, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী থেকে ১ জুলাই ১৯৮৭ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ফরাসি ইন্টার ফোর্সেস ওয়্যার কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্ট্যাডিস (আরসিডিএস) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি লন্ডনের কিংস কলেজসহ আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে কয়েকটি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া মোহাম্মদ মুসা ২০১৫ সালে তিনি এমফিল সম্পন্ন করেন। চাকরি জীবনে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিদপ্তরে পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি অত্যাধুনিক ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধু ও সর্ববৃহৎ ঘাঁটি বানৌজা ঈসা খানের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পরপর তিনবার নৌপ্রধানের প্রশংসা পদকে ভূষিত হন। তিনি সমুদ্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ের একজন গবেষক এবং এ বিষয়ে দেশ বিদেশের অনেক জার্নালে তার পাবলিকেশনস রয়েছে।


সর্বশেষ সংবাদ