বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

  © সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইনস্টিটিউট অব রোবোটিকস অ্যান্ড অটোমেশনের (আইআরএবি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন। ইতিমধ্যে এ বিষয়ে টেন্ডারের প্রক্রিয়াও চলমান। ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৈষম্যমুক্ত ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ অর্জন করার জন্য প্রয়োজন মেধাবী স্মার্ট প্রজন্ম, যারা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীদের রোবোটিকস সম্পর্কে আরও বেশি করে শেখা ও জানার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বুয়েটে ইনস্টিটিউট অব রোবোটিকস অ্যান্ড অটোমেশন স্থাপন করেছি। আগামী দুই থেকে তিন দশকের মধ্যে প্রযুক্তি আমাদের সবকিছুর আমূল পরিবর্তন করে দেবে।’ এ সময় তিনি জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে খরচ নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেন। আমরা রোবোটিকসকে শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, বরং একে স্কুল–কলেজ, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নির্দেশনা দিয়েছেন রোবোটিকস, মাইক্রোচিপ ডিজাইনিং, এআই ও সাইবার সিকিউরিটি—এ চারটি ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ জনবল ও কর্মী তৈরি করতে। আগামীর স্মার্ট পৃথিবীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তাঁরাই দেবে, যাঁরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, মাইক্রোচিপ ও সাইবার সিকিউরিটিতে দক্ষ ও যোগ্য হবে। ‘ভবিষ্যতে আমাদের কোনো কিছুই প্রযুক্তির বাইরে থাকবে না’।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ আরও বলেন, ‘বুয়েটে রোবোটিকস থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, মাইক্রোচিপ ডিজাইনিং ও এআই—এ চারটি ক্ষেত্রে যেকোনো উদ্যোগ গ্রহণে যে সহযোগিতার প্রয়োজন হবে, তা মেটাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক উপদেষ্টা। আমাদের ছোট আকারের রোবোটিকস ল্যাব থেকে আজ রোবোটিকস ইনস্টিটিউট হচ্ছে। ভবিষ্যতে রোবোটিকসের উদ্ভাবক, গবেষক ও স্টার্টআপগুলো এখান থেকেই তৈরি হবে। সঙ্গে সঙ্গে রোবোটিকসে দক্ষ জনশক্তি আমরা এখান থেকেই গড়ে তুলতে পারব।’

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন ও বুয়েটের সহ–উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খাঁন বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence