যবিপ্রবিতে ফুটবল খেলায় কথা কাটাকাটির জেরে জুনিয়রের মাথা ফাটালেন সিনিয়র শিক্ষার্থী

আহত শিক্ষার্থী শাহরীন রহমান
আহত শিক্ষার্থী শাহরীন রহমান  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কথা কাটাকাটির জেরে শাহরীন রহমান নামের এক শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে শাহীনুর ইসলাম নামের অপর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত শাহীনুর ভুক্তভোগীর মাথায় ঘুসি দিলে তার মাথা ফেটে যায়। 

অভিযুক্ত শাহীনুর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর ভুক্তভোগী শাহরীন রহমান একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (৩ মে) সন্ধ্যায় ক্যাম্পাসের অভ্যন্তরে কদমতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছেন ভুক্তভোগী শাহরীন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, সোমবার (৩ মে) বিকেলে কয়েকজন শিক্ষকসহ আমরা মাঠে ফুটবল খেলছিলাম। খেলাকে কেন্দ্র করে দুইজন সিনিয়রের মধ্যে ঝামেলা হয়, একপর্যায়ে একজন আরেকজনকে ঘুসি মারে। মারামারি হওয়ায় তখন খেলা শেষ হয়ে যায়। খেলা শেষে আমরা কয়েকজন বন্ধু কদমতলায় বসে বুট (জুতা) খুলে বিশ্রাম নিচ্ছিলাম। এসময় নিজেদের মধ্যে বলছিলাম খেলার মধ্যে ভাই যে ঘুসি মারছে, এটা ঠিক হয়নি। 

“এসময় পেছনে শাহিনুর ভাই ছিল, সে একথা শুনে উচ্চ গলায় প্রতিক্রিয়া জানিয়ে বলে, তুই কিন্তু মাইর খাবি। তখন আমি বললাম, কি কারণে আমাকে মারবেন? তর্কাতর্কির এক পর্যায়ে শাহিনুর ভাইয়ের হাতে একটা রিং ছিল সেটা দিয়ে সাজোরে আমার মাথায় ঘুসি মেরে মাথা ফাটিয়ে দেয়। এসময় আমার পুরো গেঞ্জি রক্তে ভিজে যায়। পরে যশোর সদর হাসপাতালে গেলে ডাক্তাররা মাথায় দুইটি সেলাই করে ব্যান্ডেজ করে দেয়।” 

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি সদর হাসপাতালের চিকিৎসকের চিকিৎসাপত্রসহ প্রক্টর অফিসে অভিযোগ জমা দিয়েছি। আমি এর বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত শাহীনুরের সাথে যোগাযোগ করা হলে তার বন্ধু আশিকুজ্জামান লিমন কল রিসিভ করে জানান, শাহীনুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন বলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের এক সিনিয়র কর্তৃক জুনিয়রের মাথা ফেটেছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমরা এ অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করবো এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence