নোবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

র‌্যালি
র‌্যালি  © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপি ৩য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে গোল চত্বরে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জ চৌধুরীসহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রায় ১৩ বছর পর ২ দিন ব্যাপী ৩য় বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। আমি ডিবেটিং সোসাইটির এ আয়োজনকে সাধুবাদ জানাই। পাশাপাশি অনুষ্ঠানের যথাযথ সফলতা কামনা করি এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাসসহ আরো অন্যান্য গণমাধ্যম।

উল্লেখ্য, আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম দিনে চারটি পৃথক রাউন্ডসহ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান শনিবার (১ জুন) অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এম.পি.)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence