পাবিপ্রবি প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত

২৯ মার্চ ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM

© টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড. মো. মুশফিকুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শামীম রেজা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুর রহিম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো. কামাল হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস.এম শাহেদুল আলম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন, পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সানজিদ প্রান্ত, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক নাজমুল ইসলাম,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়রা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬
৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে এগিয়ে কোন দল?
  • ২৬ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬