বশেমুরবিপ্রবি থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন শিমুল বাড়ৈর

২৭ মার্চ ২০২৪, ০৬:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
শিমুল বাড়ৈ

শিমুল বাড়ৈ © সংগৃহীত

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে প্রথমবারের মতো পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিমুল বাড়ৈ নামে এক শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি নং- ২০১৫০১০১০৫২)। বর্তমানে তিনি গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে অধ্যাপনা করছেন।  

গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৩৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে পিএইচ.ডি. প্রোগ্রামের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে তার রচিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন: সংবাদপত্রে প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বশেমুরবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের অধ্যাপক ড. সুধাংশু শেখর রায়।

শিমুল বাড়ৈ জানান, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চতর গবেষণার জন্য ২০১৪ সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিলওয়াবস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এরপর প্রথম সেশনেই অর্থাৎ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে আমিসহ তিনজন পিএইচডিতে ভর্তি হন। তাদের মধ্যে আমি প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করি।

সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬