সিস্ট্রন-১৬’র ব্যাচ ডে, পুরানো দিনকে স্মরণ করে নতুন দিনের সূচনা

২৪ মার্চ ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
সিস্ট্রন-১৬’র ব্যাচ ডে, পুরানো দিনকে স্মরণ করে নতুন দিনের সূচনা

সিস্ট্রন-১৬’র ব্যাচ ডে, পুরানো দিনকে স্মরণ করে নতুন দিনের সূচনা © টিডিসি ফটো

অনিশ্চিত দিন কাটানোর দিনশেষে যখন একজন ভর্তিযোদ্ধার পরিচিতিতে একটি ক্যাম্পাসের নাম যুক্ত হয়, তখন সে মায়ের আঁচল ছেড়ে স্বপ্নভরা চোখ নিয়ে উপস্থিত হয় সেই গোধূলি ক্যাম্পাসে। মায়ের মুখে হাঁসি ফোটানোর এক নীরব অঙ্গীকার নিয়ে সেই ক্যাম্পাসের বুকে তার প্রথম পদক্ষেপ শুরু হয়। তার এই পদক্ষেপে একদিকে থাকে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সংগ্রাম অন্যদিকে থাকে মায়ার বাড়ির মায়া ছাড়ার গ্লানি। তার এই সংগ্রামের সাথি হয়ে, তার গ্লানিগুলো মুছে দিয়ে যারা তাকে বরণ করে নেয় তারা হলো তার ব্যাচমেট। ক্যাম্পাসের প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পথের ধারে যত গল্প লেখা হয় সব গল্পের সাক্ষী হয় তার ব্যাচমেটরা। 

ঠিক দুই বছর আগে, (২৩ মার্চ ২০২২) নতুন গল্প বোনার আশা নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে (বিজিই) সিস্ট্রন-১৬ নামের এক ব্যাচের যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আসা একদল স্বপ্ন পিপাসু শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় সিস্ট্রন-১৬ ব্যাচ। শুরু থেকেই ব্যাচের সবাই একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে ক্যাম্পাসের দিনগুলো অতিবাহিত করে। সময়ের পরিক্রমায় অলক্ষ্যে তারা একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে যায়,  নিঃশব্দে ভুলে যায় অতীতের সকল গ্লানি।

কথায় আছে, বন্ধুত্বের সম্পর্কটা কখনো সমান্তরাল হয় না। একটু ভালোবাসা, একটু অভিমান, কিছুটা ভুল বোঝাবুঝির পর আবার পারস্পরিক বুঝা পড়ায় একই প্রত্যয়ে পথ চলা- এভাবেই বন্ধুত্বের সম্পর্কটার শেকড় গভীর হয়, তৈরি হয় বৈচিত্র্যময় স্মৃতি। সিস্ট্রন-১৬ ব্যাচেও রয়েছে এরকম নানা বৈচিত্র্যময় স্মৃতি।

পুরানো দিনের কথা স্মরণ করে নতুন দিনকে স্বাগত জানাতে সিস্ট্রন-১৬ তাদের ব্যাচ ডে উপলক্ষ্যে আয়োজন করে এক ইফতার মাহফিল অনুষ্ঠান। এই দিনে তারা উল্লাসে মেতে উঠে। তাদের চলার মহড়ায় কিছু সময়ের জন্য ক্যাম্পাসের রাস্তাগুলো সিস্ট্রনময় হয়ে গিয়েছিল। ইফতারের সময় হলে সবাই একসাথে ইফতার করে। তারা একসাথে ফটোসেশনেও অংশগ্রহণ করে।  জীবিকার বাস্তবতায়, তারা তাদের কয়েকজন ব্যাচমেটকে ফটোফ্রেমে রাখতে না পারার জন্য কিছুটা শূন্যতা অনুভব করেছে এবং ফটোফ্রেম থেকে হারানো ব্যাচমেটদের সাথে কাটানো স্মৃতিগুলোকে স্মরণ করেছে।

বিজিই বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মাহমুদের অংশগ্রহণে তারা তাদের ব্যাচ ডে’র ইফতার মাহফিলটি অত্যন্ত উৎফুল্ল চিত্তে সম্পন্ন করে।

সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬